শেষবার আমার সাথে যখন দেখা হয়েছিল
বলেছিল – “একদিন এমন সময়
আবার আসব আমি- আসার ইচ্ছে যদি হয়!
পঁচিশ বছর পরে।”
এই বলে চলে গিয়েছিল সে
যাওয়ার পথ ধরে –
তারপর, কতবার চাঁদ-তারা
মাঝে-মাঝে মরে গেল, ইদুর-পেঁচারা
জ্যোৎস্নায় ধানক্ষেত খুঁজে এলো- গেলো।
নদীর বুকে চর জেগে আর ডুবে পেরিয়ে
গেলো কতো রাত্রি!
চোখ বুজে কতবার ডানে-বাঁয়ে পড়ল
ঘুমিয়ে কত-কেউ; রইলাম জেগে
শুধু একা!
নক্ষত্র যে বেগে ছুটছে আকাশে,
তারচে’ আগে চলে আসে
যদিও সময়-
পঁচিশ বছর তবু কই শেষ হয়!
- This author does not have any more posts.