একজন পর্বতারোহী সকালে যাত্রা শুরু করে রাতে পর্বত-এর চূড়ায় পৌঁছালো এবং রাতে সেখানে অবস্থান করলো। পরের দিন সে ঠিক একই পথে পর্বতের পাদদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একসময় ঘড়িতে সময় দেখে সে একটা মজার বিষয় লক্ষ্য করলো। সেটা হলো, গতকাল সে যখন পাহাড়ের চূড়ায় উঠছিলো তখন ঠিক এই সময় ঠিক একই জায়গার কাছাকাছি কোন এক জায়গায় ছিলো।
পর্বতারোহী চূড়ায় উঠার সময় একটি নির্দিষ্ট সময়ে যে জায়গায় ছিলো, নামার সময় ঠিক ঐ সময় সে ঠিক ঐ জায়গাতে থাকবে তার সম্ভাবনা কতটুকু? প্রিয় পাঠক, আপনাকে বলতে হবে সম্ভাবনা কি ৯৯% না কি ৫০% এবং তা কীভাবে?
পর্বতারোহী চূড়ায় উঠার সময় একটি নির্দিষ্ট সময়ে যে জায়গায় ছিল নামার সময় ঠিক ঐ জায়গাতে থাকার সম্ভাবনা ৯৯%। এক্ষেত্রে প্রথমেই যেটি অনুমিত বিষয় তা হচ্ছে পর্বতারোহী একই সময়ে পরদিন পর্বতচূড়া থেকে নামার জন্য যাত্রা শুরু করেছিল।
ধরা যাক, একই সময়ে দুইজন পর্বতারোহীর একজন পর্বতের নিচ থেকে উপরে এবং অপরজন পর্বতের উপর থেকে নিচে যাত্রা শুরু করলো। দিনের কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করলো। অন্য কথায় তারা দিনের কোনো এক সময় একই স্থানে অবস্থান করছিল।
এখন আমরা যদি আমাদের পর্বতারোহীর দ্বিতীয় দিনের পর্বত থেকে অবরোহন বিবেচনা করি এবং সেদিন তারই পূর্বদিনের অবস্থান কল্পনা করি তাহলে দিনের কোনো একটি নির্দিষ্ট সময়ে তার পূর্বের অবস্থানেই আজকের অবরোহনের দিনে তিনি অবস্থান করবেন। কাজেই এর সম্ভাবনা শতভাগ; শুধুমাত্র অনুমান এই যে, উভয় দিনেই একই সময়ে যাত্রা শুরু হয়েছিল।