জুন ২০, ২০২৫

হৃদয়ের কথা

তোমার জন্যে ধরতে পারি সবার সাথে আঁড়ি
দিতেও পারি সাতসমুদ্র তেরো নদী পাড়ি
আনতে পারি চাঁদ আকাশের তোমার জন্যে পেড়ে
ভালবাসা বুঝবে কবে? বয়স গেলে বেড়ে?
পাহাড় সমান ভালোবাসা তোমার জন্যে রাখি
আসবে বলে আঁধার মাঝে চাঁদের ছবি আঁকি ।
তোমার জন্যে গাঁথছি বসে বকুল ফুলের মালা
কাছে পাবার স্বপ্ন দিয়ে নেভাই মনের জ্বালা ।
স্বপ্নে কিনি বেনারসী- লাগবে তোমায় ভালো
আমার ঘরে এসে তুমি জ্বালবে কবে আলো?
কাটছে কেমন সময় তোমার, কাঁটছে কেমন দিন?
আমি বাজাই রঙের বাঁশি, আরো বাঁজাই বীণ ।

lutfor sir

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৮৪ - ১৯৮৫

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ