ভালো আছে নদীজল, ভালো আছে ফুল
ভালো আছে আলগোছে তুলে রাখা ভুল,
ভালো আছে ল্যাম্পপোস্ট, ভালো আছে রাত
ভালো আছে ‘ভালো নেই’ ছিল যে প্রভাত,
ভালো আছে নারী আর ভালো আছে নর
ভালো আছে যাদুকর দূষিত শহর,
ভালো আছে ছয়গুলো, ভালো আছে চার
ভালো আছে বিসিবির ছোট সর্দার,
ভালো আছে মতিঝিল, ভালো শাহবাগ
ভালো আছে নাকে ঘাম অভিমানী রাগ,
ভালো আছে রিক্সা, ভালো সাইকেল
ভালো আছে ছুটে চলা সংযোগী রেল,
ভালো আছে রানা প্লাজা, ভালো তাজরীন
ভালো আছে মৃত কিছু সংখ্যার ঋণ,
ভালো আছে রামপুরা, ভালো গুলশান
ভালো আছে রাজপথ কাঁপানো স্লোগান,
ভালো আছে ঝিলপাড়, ভালো ফুটপাথ
ভালো আছে ভালো থাক চেনা পথ ঘাট ।
ভালো নেই কে বা কারা গল্পটা থাক
ভালো নেই যে সময় ভালো হয়ে যাক,
ভালো হোক সংসদ, ভালো সংবাদ
ভালো হোক মজুরের দিন কিবা রাত ।
- তোফায়েল আজমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae/বুধবার, জুলাই ১, ২০১৫
- তোফায়েল আজমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae/বুধবার, এপ্রিল ১৭, ২০১৯
- তোফায়েল আজমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ab%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯