fbpx

হৃদয়ের কথা

তোমার জন্যে ধরতে পারি সবার সাথে আঁড়ি
দিতেও পারি সাতসমুদ্র তেরো নদী পাড়ি
আনতে পারি চাঁদ আকাশের তোমার জন্যে পেড়ে
ভালবাসা বুঝবে কবে? বয়স গেলে বেড়ে?
পাহাড় সমান ভালোবাসা তোমার জন্যে রাখি
আসবে বলে আঁধার মাঝে চাঁদের ছবি আঁকি ।
তোমার জন্যে গাঁথছি বসে বকুল ফুলের মালা
কাছে পাবার স্বপ্ন দিয়ে নেভাই মনের জ্বালা ।
স্বপ্নে কিনি বেনারসী- লাগবে তোমায় ভালো
আমার ঘরে এসে তুমি জ্বালবে কবে আলো?
কাটছে কেমন সময় তোমার, কাঁটছে কেমন দিন?
আমি বাজাই রঙের বাঁশি, আরো বাঁজাই বীণ ।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৮৪ - ১৯৮৫

মো: লুৎফর রহমান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশন: ১৯৮৪ - ১৯৮৫