ফেব্রুয়ারি ১৭, ২০২৫

অবাক জীবন

কেন এসেছিলে জীবনে?
ভালইতো ছিলাম আমি, কাটছিলো দিন আরামে ।
যদিও পথটা ছিল না ভালো,
কিন্তু আমার কাছে ছিলো এটাই বাঁচার একমাত্র উপায়।
তুমি দিলে নতুন জীবনের সন্ধান
হাঁটতে শুরু করলাম তোমার দেখানো নতুন রঙিন পথ ধরে
তোমাকে আমার মনের ঘরে বন্দী করে ।
ভাবলাম যে-
আমার মনের ঘরকে তুমি সাজিয়ে তুলবে নতুন আঙ্গিকে ।
কিন্তু কি জানি,
এটাই হয়তো ছিলো আমার বড় একটা ভুল,
যার জন্য আমাকে দিতে হলো পাহাড়সম মাশুল ।
যখনই অজানা এক সন্দেহে দরজা খুলে
দেখতে গেলাম যে
কি করছো তুমি একা আমার মনের সেই ঘরটিতে-
আমি নির্বাক হয়ে দেখলাম যে
তুমি আমার মনের ঘরকে
কি নিপুন কায়দায় ভেঙে তছনছ করে দিয়েছো ।
যেন হাজার বছর ধরে অনেক মন ভাঙার অভিজ্ঞতা রয়েছে তোমার ।
আর তুমি এদিকে
দরজা একটু খোলা পেয়েই ফুরুৎ করে চলে গেলে ।
যাবার সময় কিছুই বলে গেলে না আমায় ।
এরপর থেকে আমি আমার
ভাঙা মনের ঘরে দূরের পথ চেয়ে বসে থাকি ।
কবে আবার ফিরে আসবে তুমি
আবার নতুন করে সাজিয়ে দিবে আমার মনের ঘরকে
দেখাবে নতুন করে বাঁচার আশা ।