জুন ২০, ২০২৫

লক্ষ্মী মেয়ে

মেয়েটি আমার লক্ষ্মী আছে
আছে শান্ত শিষ্ট
পড়ালেখায় যেমন তেমন
খেলাধূলায় শ্রেষ্ঠ।

টিভি দেখার ফাঁকে ফাঁকে
একটু আধটু পড়ে
বিকাল বেলা খেলতে গেলে
আসতে চায় না ঘরে।

মোবাইল ট্যাবে কার্টুন দেখতে
বড্ড ভালবাসে
পড়ার কথা বলতে গেলেই
ফিক্‌ফিকিয়ে হাসে।স্টিকার আর পুতুল কেনায়
নাইকো তার জুড়ি
স্কুল গেটে ভালবাসে
খেতে ঝালমুড়ি।

lutfor sir

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ১৯৮৪ - ১৯৮৫

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ