fbpx

অমিত লালের কবিতা

477 Converted 02 1

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পরিসংখ্যান বিভাগ এর পত্রিকা প্যাপাইরাস যখন জানুয়ারি ২০১৫ সংখ্যা নিয়ে পুনর্জন্ম লাভ করে, তখন থেকে এখন পর্যন্ত পত্রিকাটির কোনো পৃথক কার্যালয় কক্ষ নেই এবং এর কার্যক্রম ও নথিপত্র সংরক্ষনের জন্য কোনো কর্মচারীও নেই। পত্রিকাটি শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত সম্মিলিত প্রচেষ্ঠায় প্রকাশিত হচ্ছে। এই প্রাণবন্ত প্রচেষ্ঠায় আরো কিছু মানুষের অংশগ্রহণ রয়েছে যা প্রায় সময়ই অন্তরালে থেকে যায়। এমন লোকজনদের একটি অংশ হচ্ছে পরিসংখ্যান বিভাগ এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এদেরই একজন শ্যামল লাল, যিনি প্যাপাইরাস পত্রিকার বিভিন্ন সভায় একজন সহযোগী কর্মচারী হিসেবে আমাদের সহযোগিতা করে আসছে। শ্যামল লাল এর একমাত্র ভাই অমিত লাল বেশ কিছু দিন আগে অকাল মৃত্যুবরণ করেন। মৃত্যুর দ্বারপ্রান্তে থেকে হাসপাতালের বিছানায় শায়িত অবস্থায় অমিত লাল দুটি কবিতা লিখেন। আমাদের শ্যামল লাল সেই কবিতা দুটি এনে প্যাপাইরাস পত্রিকার সম্পাদক মহোদয়কে অনুরোধ করেন কবিতা দুটি প্রকাশ করার জন্য। সম্পাদক মহোদয় সম্পাদনা পর্ষদে বিষয়টি উত্থাপন করলে পরলোকগত ভাই এর স্মৃতি রক্ষার্থে শ্যামল লাল এর দায়িত্ব পালনের প্রতি শ্রদ্ধাবশতঃ কবিতা দুটি প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কবিতা দুটি ন্যূনতম সম্পাদনা সহকারে এ সংখ্যায় প্রকাশ করা হলো।

বিভাগীয় সম্পাদক 

প্রেম

তুমি জোছনা মাখা অরণ্যের চাঁদ
তুমি অপরূপা, তুমি সুন্দরী
তোমার মেঘ কালো চুল, হরিনীর চোখ, গয়না ভরা হাত
অমিত রাজা হলে, তুমি অমিতের পরী ।

কনা কনা জল দিয়ে সৃষ্টি হয় সমুদ্র ।
প্রথম ভালোবাসা হয় ক্ষুদ্র ক্ষুদ্র,
সামান্য বালি দিয়ে সৃষ্টি হয় পাহাড়ের ঢোল ।
তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা থেকে সৃষ্টি হয়

প্রেমের তাজমহল ।

একদিন এমন আসবে

একদিন এমন আসবে
কেউ পেয়েও আমায় না পাবে,
আমার কাছ থেকে কেউ কিছু না চাবে,
না মরেও ‘মরব’ আমি ধাপে ধাপে ।

কবর এক এমন ঠিকানা
সেখানে কেউ যেতে চায় না,
যেতে না চাইলেও যেতে হবে একদিন,
আজ না হলে কাল, কাল না হলে পরদিন ।

দুঃখ কষ্ট আর মরনের পাঠশালা এই পৃথিবী ।
তবুও লিখে যায় তার কবিতা সেই কবি,
সম্পদ না থাকলে আপন ছাড়া- ও ছেড়ে যায় নিজের বিবি
সবাইকে ছেড়ে যেতে হবে একদিন এই দুষ্কর পৃথিবী ।

ধনী গরিব রাজা বাদশা যেই হোক না কেন
একদিন এমন আসবে কেউ থাকবে না হেনো
যেতে হলে এই পৃথিবী ছেড়ে যেও বন্ধু
যাওয়ার আগে একটু পবিত্র হয়ে যেও বন্ধু ।একদিন এমন আসবে
প্রভুর গুণগানে সবাই গাইবে
গানের তালে তালে সবাই নাচবে,
একদিন এমন আসবে বন্ধু
একদিন এমন আসবে ।