জুন ২০, ২০২৫

অসমান্তরাল

তোমার আমার ভাষাগুলো নীরব
ধ্বনি বর্ণহীন।
তোমার আমার সুরগুলো নিখুঁত
গান স্বরলিপিহীন।
তোমার আমার প্রশ্নগুলো অবান্তর
উত্তরদান অবাঞ্ছনীয়।
তোমার আমার কষ্টগুলো প্রকাশ্য
ক্ষত গোপনীয়।
তোমার আমার স্পর্শগুলো ক্ষণস্থায়ী
অনুভূতি অনিঃশেষ।
তোমার আমার প্রাণ অসমান্তরাল
মিলন ধ্রুব, অভেদ্য।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৩ - ২০১৪

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp