জুলাই ১০, ২০২৫

কিউএমএইচ পরিসংখ্যান ক্লাবঃ ইতিকথা

ভাবতে বড় অবাক লাগে! যে বিষয়ের পরিচয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি দিনে দিনে সেটাই হয়ে যায় সবচেয়ে অসহনীয় বস্তু। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে জীবনের অন্যান্য ক্ষেত্রে দক্ষতা অর্জন করে তৃপ্ত হলেও নিজ বিষয়কে ভালবাসা খুব কঠিন হয়ে যায়। এটাই পরিসংখ্যান বিভাগের অধিকাংশ ছাত্র-ছাত্রীর বাস্তবতা। কিছু ব্যতিক্রমী শিক্ষার্থী পরিসংখ্যানের মজা বোঝে স্বপ্ন বুনতে শুরু করলেও শিক্ষা পরবর্তী জীবনের বাস্তবতা সেই স্বপ্নের সুতা ছিঁড়ে দেয়। পরিসংখ্যানেই নিজের ক্যারিয়ার করতে পারে এই সংখ্যা হয়ত খুব কম। এই অবস্থান থেকে বেরিয়ে আসার লক্ষ্যে আমদের এই ক্ষুদ্র প্রচেষ্টা – কাজী মোতাহার হোসেন স্ট্যাটিস্টিক্স ক্লাব।

যখন ভর্তি হই তখন এই বিষয়ে আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। ১ম ও ২য় বর্ষে পরিসংখ্যান সম্পর্কে হালকা পাতলা ধারণা লাভ করি। অনেক বিষয় অসহ্যও লাগত। কিন্তু ৩য় বর্ষে উঠার পর পরিসংখ্যানকে অনুধাবন করতে শুরু করি এবং আমাদের জীবনে পরিসংখ্যান এর যে বিপুল পরিমাণ ব্যবহার আছে তাও আস্তে আস্তে বুঝতে পারি। তখন থেকেই পরিসংখ্যান বিষয়ের ব্যবহারিক প্রয়োগ এবং বিভিন্ন কম্পিউটার টুলস ব্যবহার করে পরিসংখ্যান এর মাধ্যমে প্রতিটি ঘটনা কীভাবে ব্যাখ্যা করা যায় সেই সকল বিষয়ের প্রতি আগ্রহ আসে। তখন চিন্তা আসে একাডেমিক পড়ালেখার সাথে সাথে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য একটা প্লাটফর্ম দরকার যেখানে আমরা নিজেদের বিভিন্ন ধরণের দক্ষতা গুলো নিজেদের মধ্যে শেয়ার করে এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণের সহযোগিতা নিয়ে কীভাবে বাস্তব জীবনে পরিসংখ্যানের সফল প্রয়োগ ঘটাতে পারি। তারই পরিপ্রেক্ষিতে “কাজী মোতাহার হোসেন স্ট্যাটিস্টিক্স ক্লাব” গঠনের জন্য আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণের শরণাপন্ন হই। উনাদের উৎসাহ এবং আন্তরিক সহযোগিতায় গত ৩ এপ্রিল, ২০১৯ কাজী মোতাহার হোসেন স্ট্যাটিস্টিক্স ক্লাব (QMHSC) এর শুভ উদ্ধোধন হয়। এই ক্লাব এর কিছু সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। মূলত পরিসংখ্যান কে সহজভাবে বোঝা এবং এর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে অবহিত করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সহযোগিতার একটি সুন্দর মাধ্যম হবে এই ক্লাব। ক্লাব এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য পরিসংখ্যানের প্রায়োগিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন করা। লেখাপড়া শেষে ছাত্র-ছাত্রীরা কীভাবে নিজেদের ক্যারিয়ারে উন্নতি লাভ করতে পারে এইসব বিষয়ে সুন্দর দিকনির্দেশনার জন্য মাঝে মাঝে ক্লাব এর উদ্যোগে সেমিনার আয়োজন করা। পরিসংখ্যান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা। কাজী মোতাহার হোসেন স্ট্যাটিস্টিক্স ক্লাব এর এই পথচলায় এই বিভাগের শিক্ষক শিক্ষার্থী সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি।

ক্লাব সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: QMH Statistics Club

আহসান রহমান জামী ও মুহাম্মাদ তামজিদ ইসলাম (সেশনঃ ২০১২-১৩ ৬২-তম ব্যাচ)

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ