জুন ২০, ২০২৫

বন্ধু

বন্ধু মানে নয় লুকোচুরি
বন্ধু মানে গল্প ঝুরিঝুরি,
বন্ধু মানে কিছু মানুষের একসাথে পথচলা
বন্ধু মানে ঘরে বাইরে বিশ্বাস আর নির্ভরতা।
বন্ধু মানে ক্যাফেটেরিয়ায় বসে নেই খেয়াল চায়ে,
বন্ধু মানে সময় পার গল্প আর আড্ডাতে।
বন্ধু মানে আড্ডা, মাস্তি, খুনসুটি,
বন্ধু মানে কষ্টগুলো করে নেওয়া ভাগাভাগি।
বন্ধু মানে একটি সমস্যার সমাধান অনেক,
বন্ধু মানে তাদের মাঝে কথা আনলিমিটেড।
বন্ধু মানে রৌদ্রের মাঝে একটুখানি মেঘ,
বন্ধু মানে ভালবাসার অকৃত্রিম চেক।
বন্ধু মানে কথায় নেই সরি, থ্যাংকস, প্লিজ
বন্ধু মানে অসম্ভব কিছু, বন্ধু এভ্রিথিং।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৮ - ২০১৯

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp