তখন মাঘের শেষ শেষ,
সময়টা কাটছিলো বেশ।
সবুজ জ্যাকেট গায়ে ছেলেটি হাঁটে,
অ্যানেক্স ভবনের মাঠে।
চলতে, ফিরতে, হাসতে-গাইতে,
বন্ধুত্ব উঠলো মেতে।
এ যেন এক নিবিড় প্রাণের সম্পর্ক;
আছে মতভেদ, আছে যুক্তি বা তর্ক।
সবাই মিলে দেশ বা বিদেশ ভ্রমণ;
সুযোগ পেলেই হয়, নাই দিনক্ষণ।
এভাবে কেটে গেলো পাঁচটি বছর,
অজস্র স্মৃতিতে বোনা অজস্র প্রহর।
ছেলেটি চেষ্টা করেছে,
সবাইকে ভালোবাসার;
সবার ভালোবাসা পাবার।
হয়তো সে পেরেছে বা পারেনি,
এবার গল্পের ইতি টানি।
বেলাশেষে ভাবনায় ছেলেটির মন;
স্বপ্নের ক্যাম্পাসে হলো তার,
স্বপ্নের বিবর্তন।
- রাহাত হাসান প্রিয়https://www.thepapyrus.org/author/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- রাহাত হাসান প্রিয়https://www.thepapyrus.org/author/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f/বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০