fbpx

নভেম্বর ১০, ২০২৪

আমি বাংলাদেশ

পৃথিবীর মানচিত্রের অতি ক্ষুদ্র আয়তনে আমার অবস্থান,

                    তাই বলে তাচ্ছিল্য করোনা; সম্ভাবনা মোর অফুরান।

আছে মোর অবারিত সবুজ বিস্তীর্ণ ভূমি, আছে প্রশান্তির জল,

                     আছে সোনালি ফসল, পদ্মা-মেঘনা বঙ্গোপসাগর অতল।

আছে সুন্দরবন, আছে সমুদ্র সৈকত দীর্ঘতম,

                     সৌজন্যে, আতিথেয়তায় এদেশ অন্যতম।

মিশে আছে আমার দেহে কোটি জনতার শক্তি হয়ে একাকার,

                       তাইতো এ ভূখন্ডে শত্রু পরাজিত হয়েছে বারবার।

বিশ্ব দরবারে দাঁড়িয়েছি নিয়ে উন্নত শির,

                     আমি ভিরু নই, কাপুরুষ নই; আমি বলিষ্ঠ বীর।

তাই স্বপ্ন দেখি আমার সব মানুষ পাবে সকল অধিকার,

                    কোন নিরপরাধ আর হবেনা অপশক্তির ষড়যন্ত্রের শিকার।

একদিন হবে সকল অন্যায় দুর্নীতির অবসান,

                     মিটে যাবে সব বৈষম্য, বাধা-ব্যবধান।

এ আমার দম্ভ নয়, এ আমার আত্মবিশ্বাসের পরম আবেশ,

                 আমি সম্ভাবনাময় লাল-সবুজের বাংলাদেশ।