fbpx

ডিসেম্বর ৭, ২০২৪

আমি ফিরে এসেছি

পানাম দেয়ালের রঙ চটা অস্তিত্ব নয়,
ইতিহাসের গূঢ়তার মতোই প্রবল আমি।
আমি তেজস্বী হয়ে ফিরে এসেছি,
তোমাদের ধ্বংসস্তূপের অন্তরালে, অন্ধ নগরীতে,
এক দৃপ্ত, হলুদ আবেদন নিয়ে।

যেখানে ‘তুমি’ নামের অপ্রতুলতা বিষাদে জর্জরিত,
আমাকে ফিরিয়ে নেবার আক্ষেপে মুহ‍্যমান,
তবুও আমি ফিরে এসেছি মহীরুহ হয়ে,
নিঃস্বার্থ ভালোবাসার ছায়াতলে অব‍্যক্ত কামনা নিয়ে
তোমাদের মাঝে ভালোবাসার লাল স্ফুরণ জাগিয়ে তুলব বলে।

আমি ফিরে এসেছি বজ্রপাতের উদ্গিরণ হয়ে,
তোমাদের মাঝে সকল ‘কালো’-কে নাশ করে
সবুজে উদ্বাহূ হয়ে বেঁচে থাকব বলে।

ভয়ার্ত প্রাণগুলোকে ঘষে-মেজে দৃঢ় করব বলে
আমি ফিরে এসেছি একান্ত এক ‘আমি’ হয়ে,
তোমাদের ধ্বংসস্তূপের অন্তরালে, অন্ধ নগরীতে।

পানাম দেয়ালের রঙ চটা অস্তিত্ব নয়,
ইতিহাসের গূঢ়তার মতোই প্রবল আমি।