fbpx

হাতখানি তোমার একটু ধরতে চাই

হয়েছিল না হয় একটু দেরি
সম্ভাবনা তার নিয়ত ঢের-ই
বৈশাখী ঝড়ে জলডুবি খেলে ‘বৈশাখী’ বাসে,
তবুও স্যারের রাঙ্গানো চোখ সম্ভাবনার ক্লাসে।
ম্লানমুখে তুমি ম্রিয়মান একাকার যবে
হাতখানি তোমার একটু ধরতে চাই তবে।

সম্ভাবনার জটিল উপপাদ্য
সমাধান? সে বুঝি অসাধ্য
নিভৃতে ওই গ্রন্থাগারের ধুলোমাখা কোণে বসে,
শেলডন রস আর মশটেলারের শ’এক পৃষ্ঠা চষে।
আলুথালু কেশ, মলিন সে মুখ যবে
হাতখানি তোমার একটু ধরতে চাই তবে।

ম্যাট্রিক্সের দুর্বোধ্য সমীকরণ
এলিমেন্টারি গাউসিয়ান অপনয়ন
লিনিয়ার মানে সরল তো নয় জটিলের বাপধন,
ফুল র‍্যাঙ্ক না, সিঙ্গুলার – আহ, কি মরণ!
অনুক্ষণ আনমন মাথা ভন ভন যবে
হাতখানি তোমার একটু ধরতে চাই তবে।

কোঁকড়াচুলো ম্যাম- খিটিমিটি
পড়াতেন এনালিটিকেল জিওমেট্রি
ক্লাস ফেলে দল বেঁধে গিয়েছিলে ‘যমুনা’য়,
পপ কুইজ সেদিনই, ফেল বুঝি দরজায়।
উদ্বেগে ব্যাকুল আনমনা অসহায় যবে
হাতখানি তোমার একটু ধরতে চাই তবে।

দিনশেষে পাশে বসে রাজ্যের গল্প
হাসি-খুশি, নেই ব্যথা; ক্লান্তিও স্বল্প;
হাসিচ্ছলে সুতীক্ষ্ণ  খুনসুটি অবিরাম
অযাচিতে ব্যথা লাগে বড্ড অভিমান।
কষ্টের ছলে কাটে স্বপ্নের ঘোর যবে
হাতখানি তোমার একটু ধরতে চাই তবে;
হাতখানি তোমার ধরেই রাখতে চাই তবে।

ফজলুল বাসেত (পুরো নাম: আবদুশ শাকুর ফজলুল ওয়াহেদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষক ।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

পরিসংখ্যান নিয়ে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি বাংলাদেশের পত্রিকায় অনিয়মিত কলাম লেখেন।

ফজলুল বাসেত

ফজলুল বাসেত (পুরো নাম: আবদুশ শাকুর ফজলুল ওয়াহেদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষক । বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। পরিসংখ্যান নিয়ে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি বাংলাদেশের পত্রিকায় অনিয়মিত কলাম লেখেন।