জুন ২০, ২০২৫

লম্বা পাতলা নখ

তবে তাই হোক –

আমার ছোট চুলে বিলি কাটুক

তোমার লম্বা পাতলা নখ!

জোছনা চাদরে মোড়া হিম রাত

আমার কাঁধে রেখে তোমার হাত

স্বপ্ন জাল ছড়াক জোনাকির আলোতে

অনুভূতিগুলো জমুক পরতে পরতে;

চলুক অভিমান আর চপল কথকথা

উড়িয়ে দিয়ে মনের জমানো ব্যথা,

সাথে তোমার মধ্যমা, অনামিকা

আর কনিষ্ঠার চঞ্চলতা

বাড়িয়ে দিচ্ছে আমার অস্থিরতা!

আমার চোখের তারায় তোমার চোখ

কত দিন দেখিনি আমি

এমন ভালোবাসার রোখ!

যেন তোমার চোখে সমুদ্রের নীল উচ্ছ্বলতা

সাথে স্বচ্ছ নোনা জলের কাতরতা,

তোমার অধর শুষে নিচ্ছে আমার কাঁপন

বলছে হৃদয় – তুমিই আমার আপন।

ভাবছি, বেশ তবে তাই হোক –

আমার রোমশ বুকে চষে বেড়াক তোমার লম্বা পাতলা নখ!

Rokonuzzaman
ব্যবস্থাপক | 

সদস‍্য, সম্পাদনা পর্ষদ, প‍্যাপাইরাস

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন:১৯৯৯-২০০০

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ