জুলাই 12, 2025

সম্পাদকীয় সেপ্টেম্বর ২০১৯

এবার আমরা প্রকাশযোগ্য লেখা খুব কম পেয়েছি। এর একটা কারণ হতে পারে এই যে, কিছুদিন পরেই অনেক ছাত্র-ছাত্রীর ফাইনাল পরীক্ষা। যাদের পরীক্ষা নেই, তারা অবসর কাটানোর একটা উপায় থেকে বঞ্চিত হবেন।

প্যাপাইরাসের পাঠকদেরকে কিছুটা ব্যস্ত রাখতে নীচে একটি ধাঁধাঁ দেয়া হলো। ধাঁধাঁর সমাধান বের করতে পারলে পাঠক নিজেই বুঝতে পারবেন কোথায় এটি পাঠাতে হবে। সমাধানে পাওয়া ঠিকানায় নিজের নাম-পরিচয় আর মোবাইল নাম্বার পাঠাতে ভুলবেন না।

প্রথম তিনজনকে পুরষ্কার দেয়া হবে। প্রথম পুরষ্কার ১০০০ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার ৫০০ টাকা। ধাঁধাঁটি অত জটিল নয়। পড়ে দেখুন:

তাকে বলি গুরু
যে করলো শুরু।
হাত রেখে হাতে
এ কে যায় সাথে!
পেতে কিছু ভাগে
সাত ফোঁটা লাগে।
যা বলুক লোকে
ভুলবে না ওকে।
ছেড়ো নাকো হাল,
লিখে এটি ঝাল
ডাকে চিঠি ছাড়ো,
যদি তুমি পারো।

পাঠক, আপনার চিঠির অপেক্ষায় রইলাম।

IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ