fbpx

রঙিন জীবনের খোঁজে

জীবনটা কি খুব রঙিন?
নাকি ঘোলাটে!?

ঘোলাটে মেঘের আড়ালে
যদি রাখতে পারো লুকিয়ে কষ্ট
তবেই মনে হয় জীবনটা রঙিন।

যদি সত্য জেনেও
লুকিয়ে রাখতে পারো চোখের জল
তবেই মনে হয় জীবনটা রঙিন।

যদি দিনের পর দিন
অগ্রাহ্য করতে পারো সব অবহেলা
তবেই মনে হয় জীবনটা রঙিন।

কেউ কেউ বলবে
জীবনটা সত্যিই রঙিন
শুধু দৃষ্টিভঙ্গিটা বদলাও!

বলি অতীতের না চাইতে পাওয়া
কষ্টের স্মৃতিগুলো
হাতছানি দেয় বারে বারে।
জানি তবুও বলবে জীবনটা রঙিন
বলি হয়তোবা তোমার জীবন
হাসি- আনন্দে টইটম্বুর ;
কিন্তু আমার?

থাক আর নাই বলি
কারণ তারপরও বলবে তুমি
জীবনটা সত্যিই রঙিন।

আমিই হয়তো মেনে নিতে পারছিনা
বড্ড হতাশ আমি!
বড্ড ক্লান্ত আমি!

তানজিনা আক্তার

সেশন: ২০১৭-১৮