মার্চ ১৬, ২০২৫

সম্পাদকীয় – ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশে যদি করোনাভাইরাস থেকে মহামারি শুরু হয় (সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক), আমরা নিশ্চয়ই বিজ্ঞের মতো চায়ের কাপে তুফান তুলে সরকারকে তুলোধুনো করবো। কিন্তু, এই মহামারি প্রতিরোধে আমাদের যা করণীয়, আমরা করবো না। আমরা ভাবি, আমাদেরকে কিছু করতে হবে কেন? সব করবে সরকার।

চীন থেকে এসে যেই ছাত্রটি সরকারের কাছে রিপোর্ট না করে লুকিয়ে রংপুরে চলে গিয়েছিলো, সে কত ভয়ংকর একটি কাজ করেছে, চিন্তা করুন! আবার, তার পরিবার তাকে লুকিয়ে রেখে কত বড় অন্যায় করেছে! তারা শুধু নিজেরা ঝুঁকিতে পড়েনি, সারা দেশকে ঝুঁকিতে ফেলেছে। সরকার শুধু ছেলেটিকে কেন কোয়ারান্টিন করলো বুঝতে পারিনি, পুরো পরিবারকে কোয়ারান্টিন করা দরকার ছিলো।

চীনের মত ভুল সরকার যেন না করে। করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া গেলে তথ্য গোপন না করে জনগনকে করণীয় সম্পর্কে সচেতন করতে হবে।

আশা করি, এ যাত্রা আমরা রক্ষা পাবো।

IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪