fbpx

ভালোবাসার খোঁপা

আমি “ফ” বললেই বুঝে নিতে হবে,
এ ফুল গুজে দিতে হবে খোঁপায়।

এই ফুলে আছে কি কোনো ঘ্রাণ!
খোঁপাতে গুজে দিলে জুড়াবে কি তোমার প্রাণ? 

ঘ্রাণ থাকুক আর নাই বা থাকুক,
যদি দাও এনে,
জুড়াবে এ প্রাণ!

তবে,
যেখানেই পাই, যেমনেই পাই,
ফুল আনবো খুঁজে।
যত্ন করে, ভালোবেসে দিবো খোঁপায় গুজে!

আর যদি মোর দেখা না পাও তবে!

তবে আর কি!
সুপ্ত মনের গুপ্ত ভালোবাসায় পাগল হয়ে,
তোমারই আশায় একা আমি পথে যাবো রয়ে!

তবে মোর ফুলের কি হবে!
কোথা পাবো আমি সাজসজ্জা,
কিভাবে সাজাবো খোঁপা!!

এতো ভয় কেনো পাও!
ভালোবাসার জোরে বিধাতা হবে সহায়,
একদিন এই ছন্নছাড়া ঠিকই খুঁজে পাবে তোমায়!

তবে শেষ হবে মোর অপেক্ষা,
হৃদয়ের গহীনের সব স্বপ্ন পাবে তার পূর্ণতা!

আমার হৃদয়ের সুপ্ত প্রেম পাবে মুক্তি,
ভালোবেসে তোমায়,
যত্নে গড়া আবেগ আমার গেঁথে দিবো খোঁপায়! 

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ

সেশনঃ ২০১৭-১৮

ছাহেরা আক্তার

সেশনঃ ২০১৭-১৮