পাতা ধোয়া জল,
আলসে সকাল
লালপেড়ে শাড়ি আর তোমার মেঘের দেশের বাড়ি।
আমি পথ চেয়ে তাই বসে,
পড়বে তারা খসে
জ্যোৎস্না নামবেই কাল, আমার অপেক্ষার বিকাল।
চিলেকোঠা ঘর,
গায়ে ভালবাসার জ্বর
তুমি হাত রেখ কপালে, রাত ঝিঁঝিরা ঘুমালে।
নিশ্চুপ দাঁড়িয়ে,
শত ক্রোশ মাড়িয়ে
তুমি বিকেল মেখ গায়ে, আমার মন পুকুরের নায়ে।
ইচ্ছে ঘুড়ির দুপুরে,
তোমার ছন্দহারা নুপুরে
বেলাভূমির শুভ্র নরম চাদরে, আমি নিদ্রা যাব আদরে।
অভিমানী চোখে,
লাজুক সেই মুখে
আমার আমিই আসবে ফিরে, জীবন নাটক সাঙ্গ করে।
হাতের উপর হাত,
আমার অপেক্ষার প্রভাত
আজ যাক না সময় বয়ে, এই স্বপ্নে বিভোর হয়ে।
- মো: সাদিক বিন জামান রিফাতhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- মো: সাদিক বিন জামান রিফাতhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4/বুধবার, জুলাই ১, ২০১৫
- মো: সাদিক বিন জামান রিফাতhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4/শনিবার, এপ্রিল ১৮, ২০২০