fbpx

নভেম্বর ১০, ২০২৪

কবির প্রার্থনা

কবিতা বলতে এই গ্রহে কিছু আছে কি?
নাকি আছে ছন্দের অস্তিত্ব ?
নেই যে কবিতা পাঠের কোনও আসর।
যেখানে প্রেম নেই,
ভালবাসা পলাতক,
সেখানে কবিতার খাতা কোথায় ?

কবির কলম আজ আতঙ্কে নিস্তব্ধ,
কবিতার খাতা আজ সাবান পানিতে ভেজা,
কবিতার অক্ষর বসবে কোথায়,
কেউ বলতে পারো ?

বরং আকাশের পানে চেয়ে
এমন এক সূর্যোদয় প্রার্থনা করি,
এমন এক সকালের আগমন প্রত্যাশা করি,
এমন একটি কোলাহলময় দিনের প্রহর গুনি,
যেদিন দখিনা বাতাসে
দোলায়মান গাছের কচি পাতার মতোই
নির্ভয় হয়ে উঠবে
পৃথিবীর প্রতিটি মানুষের চোখের পাতা।
আবার খুলে যাবে
মিষ্টি গন্ধে ভরা
প্রেমের কবিতার খাতা ॥

পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়