fbpx

আমরা শোকাহত

চলে গেলেন বাংলা ভাষাসাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যার। ১৪ মে, ২০২০ তারিখে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জন্ম হয়েছিল অবিভক্ত ভারতবর্ষের চব্বিশ পরগণা জেলায়, ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি। তিনি শিক্ষকতা করে জীবন কাটিয়েছেন চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়গুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। সেইসাথে দেশের সামনের সারি থেকে আমৃত্যু বুদ্ধিবৃত্তিক নেতৃত্বও দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি ১৯৮৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “একুশে পদক” পান এবং সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে পান সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “স্বাধীনতা পুরস্কার”। এছাড়াও তিনি সারাজীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। ২০১৮ সালে তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। তিনি জীবনের শেষ পর্যন্ত বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে আন্তরিক শোক জ্ঞাপন করছে “প্যাপাইরাস”। দূর আকাশের উজ্জ্বলতম নক্ষত্র জানান দিয়ে যাক – তিনি আমাদের সাথে আছেন।