fbpx

মরীচিকা?

চাহনির চুম্বনে নেশাগ্রস্ত খেরোখাতার
পৃষ্ঠা উল্টে একের পর এক
কবিতার পঙক্তি কি শুধু আমিই জুড়েছিলাম?
“আছি, আছি”, চিৎকার কি শুধু আমিই শুনেছিলাম?
উন্মত্ত কোলাহলে ডুব দিয়ে
নির্জনতার আস্তাকুঁড়ে কি শুধু আমারই আবিষ্কার?
এতটা ভ্রমাচ্ছন্ন হয়ে, জগৎ বিদীর্ণ করে,
মহাকালের অন্ধকার শুষে,
রঙিন আবেগ কি আমি একাই মেখেছিলাম?
তোমার মেঠোপথের ছিটেফোঁটা
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হওয়ার আগে
আদৌ বুঝতে পারবে তো?
না কি বুঝেছিলে বলেই
সেই মেঠোপথের উপর এক সমুদ্র দাঁড়ি টেনে দিয়েছো!
তাই যদি হবে,
তবে চাহনির চুম্বন ফিরিয়ে নাও,
ফিরিয়ে নাও নেশাগ্রস্ত প্রতিটি কবিতা।

সামা জামিলা রহিম

সেশন: ২০১৮ - ২০১৯