মার্চ ১৬, ২০২৫

এমন নির্বাসন চাইনি

শহরের ট্রাফিক, ধুলোবালি, ভেজাল খাবার–
কখনো কখনো আমায় অতিষ্ঠ করেছে।
ঝাঁ ঝাঁ রোদে নির্মম হয়ে ওঠা রাজপথ অথবা বর্ষার জলাবদ্ধতা,
শহুরে জীবনকে বিপন্ন করেছে বহুবার৷
বেপরোয়া লোকাল বাস, আগুনের ধ্বংসযজ্ঞ,
এমনকি চারপাশের রোগ-ব্যাধির পেপারকাট
আমাকে ভীত করেছে।
তবুও আমি পালাতে চাইনি কখনো৷

প্রতিটা উপলক্ষে তোমার বাঁঁধভাঙা নাগরিক উৎসব
আমায় বাঁচতে শিখিয়েছে, আষ্টেপৃষ্ঠে সংক্রমিত করেছে৷
গ্রীষ্মের খরতাপে ঘর্মাক্ত আমি একজোড়া শীতল চোখ খুঁজেছি,
একখণ্ড সবুজ বৃক্ষ খুঁজেছি৷
যান্ত্রিকতায় পরাস্ত হয়ে বড়জোর একদণ্ড ছুটি প্রার্থনা করেছি,
ছুটি কবুল না হলে আমি অপেক্ষা করেছি,
তবুও কোন অদৃশ্য-দানবের-কাছে
পরাস্ত-বনা তুমি নিরুপায় হয়ে আমায় কবুল করবে, এমন নির্বাসন আমি কখনো চাইনি।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৫ - ২০১৬