fbpx

এমন নির্বাসন চাইনি

শহরের ট্রাফিক, ধুলোবালি, ভেজাল খাবার–
কখনো কখনো আমায় অতিষ্ঠ করেছে।
ঝাঁ ঝাঁ রোদে নির্মম হয়ে ওঠা রাজপথ অথবা বর্ষার জলাবদ্ধতা,
শহুরে জীবনকে বিপন্ন করেছে বহুবার৷
বেপরোয়া লোকাল বাস, আগুনের ধ্বংসযজ্ঞ,
এমনকি চারপাশের রোগ-ব্যাধির পেপারকাট
আমাকে ভীত করেছে।
তবুও আমি পালাতে চাইনি কখনো৷

প্রতিটা উপলক্ষে তোমার বাঁঁধভাঙা নাগরিক উৎসব
আমায় বাঁচতে শিখিয়েছে, আষ্টেপৃষ্ঠে সংক্রমিত করেছে৷
গ্রীষ্মের খরতাপে ঘর্মাক্ত আমি একজোড়া শীতল চোখ খুঁজেছি,
একখণ্ড সবুজ বৃক্ষ খুঁজেছি৷
যান্ত্রিকতায় পরাস্ত হয়ে বড়জোর একদণ্ড ছুটি প্রার্থনা করেছি,
ছুটি কবুল না হলে আমি অপেক্ষা করেছি,
তবুও কোন অদৃশ্য-দানবের-কাছে
পরাস্ত-বনা তুমি নিরুপায় হয়ে আমায় কবুল করবে, এমন নির্বাসন আমি কখনো চাইনি।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৫ - ২০১৬

নবী নাহিয়ান নক্ষত্র

সেশনঃ ২০১৫ - ২০১৬