জুলাই 12, 2025

আমি মদন

আমি মদন হারিয়ে গেছি ভিআইপিদের ভীড়ে
একলা বসে আপন মনে ভাবি নদীর তীরে।

হেথায় সেথায় ভিআইপি আজ পুকুর ডোবা ভরা
ভিআইপি নই আমি মদন আমজনতা ছাড়া!
অ্যাম্বুলেন্সে মরছে রোগী ফেরির ঘাটে শুয়ে
আসবে কবে ভিআইপি ভাই ঘষবো মাথা পায়ে।

আমি মদন মরছি পচে ঢাকার জ্যামে বসে
উল্টো পথে ভিআইপিগণ শাহেনশারই বেশে
যাচ্ছে হেঁকে গাড়িখানাও আমার ঘামেই কেনা।
আমি মদন ফকির বেশে যাচ্ছে না কি চেনা?

বালিশ কেনে লাখ টাকাতে কোটি টাকায় বাটি
বলব না তো সেসব কথা মুখ রেখেছি আঁটি।
হাঁচি এলেই যায় বিদেশে চিকিৎসারই তরে
আমি মদন অসুখ নিয়ে হাসপাতালের ফ্লোরে।

পাঠায় ছেলে দেশ-বিদেশে করে মানুষ তারে
খাচ্ছে লুটে দেশের টাকা আমি মদন কে রে?
ডাকাত ডাকু চোর ছ্যাঁচড়ে দেশটা গেলো ভরে,
আমি মদন মরছি ধুঁকে এদের কলে পড়ে।

কইতে মানা এসব কথা পাছে আবার জেলে
নিয়ে না যায় আমায় ধরে, এই কবিতা পেলে!

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ