fbpx

নভেম্বর ১০, ২০২৪

প্রীততৃপ্তি

যেখানে দিগন্তেরা এসে

মিশে যায় জল অরণ্যের বুকে,

আমাদের হাঁটা চলা অগোচরে বেলাভূমি তটে।

মাঝসাগরে ভাসানো কল্পনার নৌকো

ওড়ানো একগুচ্ছ জীবনের গল্প,

একীভূত গভীরতায় প্রাণের গাঁথুনি

আঁচলের মায়ায় বাতাস আশাময়ী,

রেখে আসা দুজোড়া পায়ের চিহ্ন

সন্ধ্যামালতীর খোঁপায় অপরাজিত

  বৃষ্টিস্নাত তোমাতে আমাতে

 ছিলো পরিশুদ্ধ লাবণ্য

      আর বহুকালের আকাঙ্ক্ষিত প্রথম চুম্বন,

    সাক্ষী সেদিনের সাগরের তীর

        আর গোধূলি লগ্নে উড়ে যাওয়া পাখির দল।

     লালচে আভায় অপরূপ হরিণী

 তোমার স্পন্দনে ধ্বনিত রানি রানি

মন্ত্রমুগ্ধ আমি কান পেতে শুনি।

কনকরাঙা প্রভাতের আলো মাখা

                  তোমার অপরিমেয় প্রেম-মমতা,

          আমার সিক্ত চিরনবীন আকুলতা।

       আঁধারের বুকে ঢেউয়ের আগমন

              অবর্ণনীয় সৌন্দর্য উপভোগ 

 প্রেমপ্রকৃতির মিতালিতে জগতশ্রেষ্ঠ সুখ।

আফিয়া সিদ্দিকা রাঈসা
পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

লেভেল-১, টার্ম-২