
ভর জোছনায় চাঁদ হারিয়ে গেল! আমাদের সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে হঠাৎ ঝরে পড়লো দ্বিতীয় বর্ষের ছাত্র আমজাদ হোসেন রিফাতের প্রাণ! জানি না ওর পরিবার এই শোক সামলাচ্ছে কীভাবে! কামনা করি, সৃষ্টিকর্তা তাঁদের সহায় হোন।
প্রায় একশ’ বছর আগের একটি অকালপ্রয়াণের কথা মনে পড়ছে। বাংলা সাহিত্যের সেরা ছড়াকার সুকুমার রায়ের মৃত্যু হয়েছিলো মাত্র ৩৬ বছর বয়সে। আজ (১০ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুবার্ষিকী।
সুকুমারের কল্পনা থেকে তৈরি হাঁসজারু, বকচ্ছপ বা হাতিমি সব বয়সের পাঠকের কাছে প্রিয়। এই কালজয়ী সাহিত্যিকের সম্মানে তাঁর ‘হাতিমি’-কে নিয়ে নিচের ছড়াটি লেখা:
এক ছিলো হাতিমি –
না সে হাতি, না তিমি!
হাতি দিলো মাথা যে,
শুঁড় তাতে গাঁথা যে।
কুলো-কানগুলোতে
ধুলো চায় বুলোতে।
তিমি বলে, ‘সেকি রে!
দেহটা কি মেকি রে?
ধুলো ছেড়ে জলে যা,
সাগরের তলে যা।’
শেষে হলো সন্ধি –
গলা-জলে বন্দি।
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ১৯৮৩ - ৮৪
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, এপ্রিল ১৭, ২০১৯