জুন ১৬, ২০২৫

অবসাদ

বুক ভরা অস্বস্তি নিয়ে
যেভাবে ছুটে চলেছি
শহরের এক প্রান্ত হতে অপর প্রান্তে

অক্লেদ দুই চোখে ক্লান্তি সপে
যেভাবে হারিয়ে গিয়েছি
নিঃসঙ্গ নির্জনতার ভীড়ে

দু’হাত ভরে শূন্যতা কুড়িয়ে
যেভাবে হেঁটে গেছি
তপ্ত শামুক দুপুরে

নিঃসঙ্গ এই শহরের একাকিত্ব
হয়তো একইভাবে গ্রাস করে
বান্ধবঘেরা তোমাকে।

তাই বুঝি —
শূন্যতার মার্চপাস্টে পাড়ি দাও
আমার মন-মগজের
এপার হতে ওপারে

বিষণ্ণতার বিউগল বাজিয়ে
আঘাত করে যাও
কানের টিমপেনিক পর্দাতে।

আর আমি —
স্মৃতির আবরণে ঢাকা এই মগজে
প্রাপ্ত কিছু পদ্য আঁকি
মাটিতে ফেলে দেয়া কাগজে

সময়ের বেড়াজালে আঁটকে থেকে
দিন গুনে যাই
যন্ত্রণার বুকে ফুল ফোটাবো ব’লে।

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ