তুমি আসবে বলেই তো কামিনী ঝাড়টার এতো উচ্ছ্বাস !
দোলনচাঁপার মিষ্টি গন্ধে চারদিকটা কেমন চনমন করছে !
তোমারই অপেক্ষায়।
টগর ফুলেরা বড় চঞ্চল হয়ে উঠেছে !
এলে দেখবে তুমি।
কেওকান্ডগুলো কেমন বিহ্বল হয়ে দুলছে
তোমার এক ঝলক হাসির জন্য !
তুমি দেখে নিশ্চয়ই চমকে উঠবে,
তোমার আসার পথ জুড়ে
শিউলি গাছটি কেমন করে ফুল বিছিয়ে রেখেছে !
কাঠ গোলাপ গাছটি ফুলের বাহার নিয়ে ডাল যেন নুইয়ে রেখেছে,
যদি বা তোমার বেনীটা একটু ছুঁতে পারে !
পথের মুখেই কিন্তু চালতা ফুলের শুভ্র ছাউনি,
তোমার দৃষ্টি টানবেই !
নয়নতারাগুলো সেজেগুজে অধীর হয়ে আছে,
তোমার আঁচলের বাতাসটুকু যদি খানিক পরশ বুলায় !
আর একজনের চোখ কেবলই ঝাঁপসা হয়ে আসে বারবার,
আর অবুঝের মতো অপেক্ষা করে নিজেকে হারাবার।
কখন আসবে তুমি ? তুমি আসবে তো ?
পরিচালক | আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
প্রাক্তন শিক্ষার্থী
সেশন: ১৯৯২ - ১৯৯৩
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২০
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- দেলোয়ার হোসেনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8/বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০