fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

সুখবার্তা

সাদাকালো ছায়াগুলো
তাদের গল্প বলছে।
বিষন্নতার গল্প।
যে গল্পের নেই কোনো প্রাণ
নেই কোনো নিশ্চিত অন্তিম।
আছে শুধু হতাশা,
সাথে বাস নিরাশার।
এক অন্ধকার কূপে নিয়ে যাচ্ছে অনায়াসে।
এই কূপ বড় গভীর।
হাজারখানেক লাশের বসবাস যেখানে।

এ জগৎ আজ ভরপুর প্রাণেও নিষ্প্রাণ,
এ জগৎ অনুভূতিহীন।
নিঃশ্বাস আজ বন্ধ হবার উপক্রম।
তবুও এ গল্প থামছে না।
প্রকৃতি মেতে উঠেছে করুণ খেলায়।
মৃত্যু এসে হাজির হয়
একলা নিরালায়।

আজ নিরাপরাধ আসামীরা
এক অদ্ভুত কারাগারে বন্দী।
যারা একই সাথে মুক্ত,
তবে তাদের ঘিরে আছে
কোনো এক দূর্ভেদ্য দূর্গ।
যাকে ভেদ করার সংগ্রামে
যোদ্ধারা আজ লিপ্ত।
হচ্ছে এক অস্ত্রহীন যুদ্ধ।

যে যুদ্ধের বিজয়ে
বন্ধ হবে এ সব কিছু।
তছনছ হবে এই বিষণ্ণ গল্পের আসর।
অনুভূতি ফিরে পাবে নিমিষেই
এই মায়াবী জগৎ।
যাবে মাঝে কতশত যোদ্ধার প্রাণ।
তবে তারা নির্ভীক,
লড়ে যাবে আপ্রাণ।

এ যুদ্ধ শেষে-
স্মৃতির পাতায় আবার হবে
রং-এর ছড়াছড়ি।
আবার শুরু হবে
সামনে এগোনোর পথযাত্রা।
নতুন আলোয় কেটে যাবে
সকল জরাজীর্ণতা।
পৌঁছে যাক সবখানে,
এই সুখবার্তা…

সায়মা শাহরিয়ার রহিতি
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৯ - ২০২০