মানুষটি দেখতে ছিলেন ছোটখাটো, হাল্কা-পাতলা। চলাফেরায় ছিলেন ধীর-স্থির। তাঁর পোশাক ছিলো সাদাসিধে। ভিড়ের মাঝে তাঁকে হয়তো একজন গড়পড়তা মানুষ মনে হতো।
কিন্তু, তাঁর সাহচর্যে যারাই এসেছেন, বুঝতে পেরেছেন মানুষটি কতো বিশাল ছিলেন। বিশালত্ব ছিলো তাঁর চিন্তা-ভাবনায়, কাজে-কর্মে, ক্লাসরুমে তাঁর উচ্চারিত শব্দমালায়, তাঁর লেখা গবেষণা-প্রবন্ধে, তাঁর লেখা কবিতার প্রতিটি চরণে।
তিনি আতাহার স্যার, অধ্যাপক ড. এম. আতাহারুল ইসলাম – আমাদের সবার প্রিয় শিক্ষক।
চলে গেছেন, কিন্তু রেখে গেছেন পদচিহ্ন – স্বতন্ত্র, সুস্পষ্ট, অনুসরণযোগ্য পদচিহ্ন।
স্যারকে জানাই বিনম্র শ্রদ্ধা।
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ১৯৮৩ - ৮৪
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, এপ্রিল ১৭, ২০১৯