fbpx

সম্পাদকীয় – ডিসেম্বর ২০২০

মানুষটি দেখতে ছিলেন ছোটখাটো, হাল্কা-পাতলা। চলাফেরায় ছিলেন ধীর-স্থির। তাঁর পোশাক ছিলো সাদাসিধে। ভিড়ের মাঝে তাঁকে হয়তো একজন গড়পড়তা মানুষ মনে হতো।

কিন্তু, তাঁর সাহচর্যে যারাই এসেছেন, বুঝতে পেরেছেন মানুষটি কতো বিশাল ছিলেন। বিশালত্ব ছিলো তাঁর চিন্তা-ভাবনায়, কাজে-কর্মে, ক্লাসরুমে তাঁর উচ্চারিত শব্দমালায়, তাঁর লেখা গবেষণা-প্রবন্ধে, তাঁর লেখা কবিতার প্রতিটি চরণে।

তিনি আতাহার স্যার, অধ্যাপক ড. এম. আতাহারুল ইসলাম – আমাদের সবার প্রিয় শিক্ষক।

চলে গেছেন, কিন্তু রেখে গেছেন পদচিহ্ন – স্বতন্ত্র, সুস্পষ্ট, অনুসরণযোগ্য পদচিহ্ন।

স্যারকে জানাই বিনম্র শ্রদ্ধা।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪