জুলাই ১০, ২০২৫

|| খোলা চিঠি ||

একটা চক্র
ছন্দে বর্ত্মে আপনাবর্তে ধায়মান
অক্লান্ত আবিরাম,
সে থামে না কারো জন্য, থামবেও না,
সাক্ষী করছে সকল স্বত্বাকে স্বীয় প্রবাহের
এভাবেই চলতে চলতে ঘুরে আসে বছর এক;
কারো শূন্যতায়
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার বছর,
মুখোশের আড়ালে থাকা
হাজারো পুরনো মুখ নতুন করে চেনার বছর,
হয়তো দৃষ্টিসীমায় কিংবা স্পর্শনিকটে নয়
কেবলমাত্র জীবন্ত উপস্থিতির প্রগাঢ়তা
কতটা গভীর যে হয়!
স্মৃতির পাতা আঁকড়ে ধরে মুহুর্মুহু
সেই শূন্যতা প্রত্যক্ষ করার এ বছর।
এ শূন্যতার অজুহাতেই
কত নতুন রঙের সাক্ষী হলো নয়নজোড়
দ্রষ্টা হলো কত অনায়াস রুপান্তরের।
নিভৃতে অশ্রু বিসর্জনের নিমিত্ত হলেও
এই শূন্যতা আমার প্রিয়,
হৃদয়ে তীব্র অনুভূতি হয়ে প্রজ্জ্বলিত থাক
তোমার নামের এই শূন্যতা
শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায়
আরত্ত সৃষ্টিকর্তার প্রার্থনায়
টিকে থাকুক তোমার অস্তিত্ব
আমার অস্তিত্বের অংশ হয়ে।।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮-১৯

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ