fbpx

জানুয়ারি ১৯, ২০২৫

পথিক সমাচার

কবিতাগুলো হারিয়ে গেছে
দূর অচেনা শহর কোলে
সন্ধ্যাগুলো নামছে যেথায়
অস্ত রবি পড়ছে ঢোলে
কুয়াশা ভেজা বিহগগুলো
ছুটে চলে শিশির নেড়ে
শীতগুলো খুব তীব্র বেগে
চারদিক থেকে আসছে তেড়ে।
ব্যস্ত শহর,ব্যস্ত মানুষ
ছুটে চলে আপন কাজে
অবাক পথিক তাকিয়ে রয়
শহরের এই রঙিন সাঁঝে।
সাজগুলো ভোল পালটায়
নিত্য নতুন কাজের ফাঁকে
থমকে দাঁড়ানো পথিক আজ
দেখতে দেখতে হাঁপিয়ে ওঠে।
অমানিশার আঁধার সম
পথগুলো সব ছুটে চলে
থমকে থমকে কখনো আবার
পথিককে সে থামতে বলে!
পথ পথিকের-
আড্ডা জমে, গল্প ছোটে
দূর আকাশে হঠাৎ করেই সপ্তর্ষিগুলো জ্বলে ওঠে।
রাত বেড়ে চলে।
পথকে তাই বিদায় দিয়ে
পথিকও আজ ছুটে চলে।
গল্পগুলো শেষ হয় না
আটকে থাকে কাজের ফাঁকে
সময় বুঝে আবারও কখনো
পথিককে সে কাছে ডাকে।

jagannath pal
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট