fbpx

করোনা পরিস্থিতিতে আবারও শিক্ষার্থীদের পাশে পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

করোনার ২য় ঢেউ পরিস্থিতিতে পরিসংখ্যান বিভাগে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য আবারও এগিয়ে এসেছে বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। বিভাগের ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষের এম.এস.সি এর ছাত্র-ছাত্রীদের সংগঠন Statistics-88 এর সদস্যরা বিভাগের কয়েকজন শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেওয়ার জন্য গত ০২/০৫/২০২১ তারিখ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক সায়েমা শারমিন এর কাছে নগদ ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা হস্তান্তর করেছেন। অর্থ হস্তান্তরের সময় Statistics-88 এর আহবায়ক মিসেস জাসমিন নাহার, সদস্য জনাব শামীম আহমেদ ও অধ্যাপক মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীকে ৩০০০/- (তিন হাজার) টাকা করে মোট ৪০ জনকে উক্ত টাকা ঈদুল ফিতরের পূর্বেই বিতরণের জন্য তাঁরা বিভাগীয় চেয়ারপার্সন মহোদয়াকে অনুরোধ জানান। বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক সায়েমা শারমিন এই মহতি উদ্যোগ গ্রহণের জন্য Statistics-88 এর সদস্যদের বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগ অন্যান্যদের জন্য অনুকরণীয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।