fbpx

নভেম্বর ১৩, ২০২৪

স্মৃতির নোনাজল

আরোহীতে এসেছিলে আমার এই কাননে
তোমারি ধারায় আজ ভেসেছি খুব যতনে
যাবে যদি যেতে চাও, ক্ষণে মোরে রেখে দাও
শূন্য কানন ভরে রেখেছ স্মৃতি
ক্ষনিক সময় থেকে বলে গেলে, ইতি!
স্মৃতিগুলো তুলো হয়ে উড়ে চলে বাতাসে
তোমার অবসানে মেঘ নামে আকাশে।
ফুলগুলো জেগেছিল তোমারই পরশে
সিক্ত বারিধারায় নেচেছিল হরষে
কালো মেঘে ছেয়ে তুমি চুপিসারে চলে যাও
বিষণ্ন কাননকে কিছুনাহি বলে যাও!

jagannath pal
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট