প্রাপ্তিযোগের ভাটার টানে চর জেগেছে মনে
নিত্য নতুন পলল শাখা জমছে সেথায় থেমে
নতুন পলি, নতুন বালি গড়েছে ঢিবির ঝাঁকি
পুরাতনের দাবিগুলোই হয়নি পূরণ ;
এখনো ঢের বাকি!
জোয়ার খানা আসতো তখন কৃষ্ণগহবরে
উগড়ে নিতো, যত পলি দিতাম দু হাত ভরে
অপ্রাপ্তির পীড়ন গুলো ঝেটিয়ে চরের কূল
নাব্যতার বাঁধা যত, করতো সে নির্মূল
শুক্লপক্ষের কোনো ক্ষণে –
আসলো শনি সন্তর্পণে!
জোয়ারেতে গাঁথল সে অদৃশ্য শিয়ালকাঁটা।
দুঃখবিলাস থামল সেদিন জোয়ারের প্রস্থানে
আটকে পড়া নিথর মনে অপ্রাপ্তি আজ যত জমে
উটকো স্বাদের খেয়ালগুলো ঢোক গিললেই থামে।
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ১৪, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, জুন ১১, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০