fbpx

ডিসেম্বর ৭, ২০২৪

শিক্ষা

রোদ্দুর বহুদূর ভালোবাসা ছড়িয়ো
ধ্রুবতারা ছাড়িয়ে মাথা তুলে দাঁড়িয়ো
অসহায় হেরিলে হাত দুটি বাড়িয়ো
রোদ্দুর বহুদূর ভালোবাসা ছড়িয়ো।

রোদ্দুর বহুদূর ভালোবাসা ছড়িয়ো
অন্যায় নেহারি রুখে দিতে খাঁড়িয়ো
মিলনের ধ্বজাটুকু নিজ হাতে উড়িয়ো
রোদ্দুর বহুদূর ভালোবাসা ছড়িয়ো।

রোদ্দুর বহুদূর ভালোবাসা ছড়িয়ো
অহিংসা বাণী দিয়ে প্রাণে প্রাণ মিলায়ো
আপনার সুখটুকু সবা-মাঝে বিলায়ো
রোদ্দুর বহুদূর ভালোবাসা ছড়িয়ো।

রোদ্দুর বহুদূর ভালোবাসা ছড়িয়ো
স্মিত-হাসি-ভাষ দিয়ে সবাকারে ভুলিয়ো
আপনাকে আপনিতে এইভাবে গড়িয়ো
রোদ্দুর বহুদূর ভালোবাসা ছড়িয়ো।

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭