fbpx

নভেম্বর ১০, ২০২৪

সম্পাদকীয় – অক্টোবর ২০২১

বাংলা ভাষায় ‘administration’ শব্দের অর্থ কেন ‘প্রশাসন’ রাখা হলো? এর ফলে administration-এর অনেক লোক ভাবতে শুরু করেন, তাদের কাজ হলো শাসন করা বা মাতব্বরি করা। হয়তো এ কারণেই বাংলাদেশে আমলাতন্ত্র বিস্তার লাভ করেছে।

আমলাদেরকে দোষ দিয়ে লাভ নেই। এ দেশের অধিকাংশ মানুষ সুযোগ পেলে ‘অধীনস্থ’কে শাসন করতে চায়। এর একটি কদর্য উদাহরণ হলো বউকে পেটানো।  

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও administration-এর দায়িত্ব পেলে মাতব্বরি করতে শুরু করেন। কোনও সিদ্ধান্ত নিতে ছাত্রদের মতামত নেয়া তো দূরের কথা, ‘সাধারণ’ শিক্ষকদের মতামতেরও তোয়াক্কা করা হয় না। বিভাগের সুপারিশকে গুরুত্ব না দিয়ে ‘ফরমান’ জারি করা হয়। এর ফলে কখনও সমাজবিজ্ঞানের শিক্ষক (administration–এর লোক হওয়ার সুযোগে) পদার্থবিজ্ঞানের পরীক্ষার সময় নির্ধারণ করছেন, আবার কখনও হিসাববিজ্ঞানের লোক ইতিহাসের প্রশ্নের ধরন ঠিক করে দিচ্ছেন।

এ অবস্থার পরিবর্তন দরকার।

IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪