fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

অনুজা

করবে না পড়াশুনো সেকি তার হম্বি
রেগেমেগে একশেষ ভয়ানক ভঙ্গি।
বকাঝকা চিৎকার ফল নেই কিছুতে
ধাপধুপ মাঝেমাঝে পড়ে তাই পিঠুতে।

লম্বায় তিনফুট বদমাশি আকাশে
বদ হোক মাথা ভালো ফার্স্ট হয় ক্লাসে সে।
দুষ্কর সামলান যেটা চায় যখনি
নয় দেরি সাথে সাথে দেয়া চাই তখনি।

খেতে বসে ক্ষুধা নাই পেটভরা ফন্দি
মতলব বোঝা দায় করা ভালো সন্ধি।
গলা ধরে বলে দাদা বড় দেখ হচ্ছি
বিয়ে কবে দেবে বল আমি বলি, “দস্যি”!

কার্টুন-সার্টুনে মোটে নেই ভক্তি
মায়ে বলে হেসে, “কবে মিলবে যে মুক্তি”?
নাম তার তিথি শীল পড়ে ক্লাস ওয়ানে
ভাবসাব যেন এক আগাগোড়া সেয়ানে।

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭