fbpx

আমি বুঝে ফেলি

আমি বুঝে ফেলি―
একটু এদিক ওদিক তাকিয়ে,
ধর্ম নিয়ে রাজনীতি করা অতিধার্মিক নেতানেত্রীর আদতে কোনো ধর্ম নেই।
বাতাস যেদিকে বইছে, সেদিক থেকে পালে কিছু হাওয়া লাগানোই হলো তাদের ধর্ম।

আমি বুঝে ফেলি―
প্রতিবাদ সভাগুলো শোকসভায় পরিণত হবার ঠিক আগমুহূর্তে,
ঝড়ের মতো ধেয়ে আসা সোনালী রঙের বুলেটগুলোর সবুজ কিংবা গেরুয়া রঙের কোনো ধর্ম নেই।
অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ওঠা হৃৎপিণ্ডগুলোর কপাটবদ্ধ শেষ চিৎকার শোনাই তার একমাত্র ধৰ্ম।

আমি বুঝে ফেলি―
আন্দোলন, প্রতিবাদে প্রতিটা করুণ মৃত্যুর সময় আমারও একবার করে মৃত্যু হয়।
যন্ত্রণার আলিঙ্গনে স্তূপাকার মৃত্যুগুলোর সংখ্যা গণনাই হয়ে ওঠে গুটিকয়েকের ক্ষমতায় টিকে থাকার বিশিষ্ট ধর্ম।

আমি বুঝে ফেলি―
রাজনীতিবিদের ছুঁড়ে দেয়া সোনালি বুলেট গিলে ফেলার একটু পরেই,
আমার মৃত্যুতে আমি কেবলই ব্যবহৃত হই
ধর্মের নামে গুটিকয়েকের অধর্ম চর্চার উদ্দেশ্যে।

সাকিব ইবনে সালাম

সেশন - ২০১১ - ২০১২