সখী আবার কবে আমরা চারে বসব পাশাপাশি,
আড্ডা, হাজার খুনসুটিতে করব হাসাহাসি
সখী আবার কবে?
সখী আবার কবে ক্লাসের ফাঁকে দৌঁড়ে নিচে গিয়ে
মুখরোচক কথায় কথায় ঝড় তুলব চায়ে;
সখী আবার কবে?
সখী আবার কবে সাত-সকালে ক্লাস ধরার তাড়া
শিশিরভেজা পায়ে পায়ে ছুটার পায়তারা,
সখী আবার কবে ব্যালকনীতে বৃষ্টি দেখার ধুম,
ক্লান্ত ক্লাসের মাঝে চোখে জড়িয়ে আসা ঘুম,
সখী আবার কবে ফিরতি পথে বাসে গলা ছেড়ে
সারাদিনের ক্লান্তি যেন নিমেষেই দিব ঝেড়ে,
সখী আবার কবে দস্যিপনায় মত্ত হবে সব
স্মৃতির পাতায় যত্নে রাখা পুরাতন কলরব;
সখী আবার কবে!!
সখী আবার কবে শিখব সবে একখণ্ড হয়ে?
যান্ত্রিকতার ভারে সবাই পড়ছি কেমন নুয়ে!
জ্ঞানের পেশা, ঘুরার নেশা ভুলতে বসেছি আজ
স্রোতের সাথে মানিয়ে নেওয়া নিত্যনতুন সাজ,
ফেলে এলাম কত চেনামুখ সময়ের বেড়াজালে
তবুও চাই-
সখী ছুটব আবার আমরা সকলে।।
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০১৯
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২০
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/বৃহস্পতিবার, জানুয়ারি ১৪, ২০২১
- সাকিয়াতুল জান্নাত রুহীhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%80/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১