fbpx

জানুয়ারি ১৯, ২০২৫

কল্পলোক

প্রবল এক আসক্তি মাদকের মত
এই অবেলায় মায়া জুটেছে যত।
অসম্ভবের ভেলায় ভাসা স্বপ্নজাল
বাস্তবতার আড়ালে উন্মত্ত মাতাল।
তন্দ্রাচ্ছন্ন আবেগে বশীভূত মন
মানেনা সংসারের অলিখিত বারণ।
অবাধ্য দৃষ্টির সীমানা টানানো ভোর
অচেনা চন্দ্রলোকের উড়ো খবর।
যাযাবর স্বপ্নের মতো শুভ্র অবনীল
যেখানে খুঁজে বেড়াই অসাধ্য অন্তমিল।।

সুপ্তি
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৭-১৮