স্ট্যাটিসটিক্সের স্টুডেন্ট যারা
সাহস বুকে রাখে ।
সম্ভাবনার রেখা দিয়ে
স্বপ্ন তারা আঁকে ।
বার ডায়াগ্রাম,হিস্টোগ্রামে
মনের কথা বলে
বুক ভরা সব সাহস নিয়ে
বীরের বেশে চলে।
অবকলন ব্যবকলন
রক্তে তাদের মিশে
এত কিছু থাকলে তারা
ভয় পাবে বল কীসে?
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
পরিসংখ্যান বিভাগ (প্রথম বর্ষে)
রোল:121-059
- মো: সজিব মিয়াhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩