চুল কেটে ফেলার জন্য সবাই বলছে।
না কাটলে বাড়িতে ঢুকতে দেবে না-
সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে মা-বাবা।
ক্লাস থেকে বের করে দেবেন পরদিন-
হুমকি দিয়েছেন আধুনিক সাহিত্যের অধ্যাপিকা।
বিশ্ববিদ্যালয়ের মাত্রাতিরিক্ত ক্লোরিন দেয়া
পুলের পানির সাথেও বিষম শত্রুতা আমার চুলের।
জট বেঁধে যাচ্ছে, মুঠো মুঠো উঠে আসছে;
কেমন শক্ত, নির্জীব, সবুজ হয়ে উঠছে চুলের ঢেউগুলো।
বুঝতে পারছি টিকটকার হতে বেশি দেরি নেই।
ফেসবুক, ইন্সটাগ্রাম – যেখানেই ঢুকছি,
মোড়ের সেলুনের সস্তা কুপনের বিজ্ঞাপন ভেসে আসছে।
কিন্তু ইনবক্সে আজকাল বিভার কোন মেসেজ আসছে না।
বিভা লম্বা চুলের ব্যান্ড আর্টিস্টদের বেশ প্রশংসা করেছিল
ক’দিন আগে-
সামনের মোড়ের বইয়ের দোকানে।
আজকাল সামনের মোড়ে গেলেই আমি সেলুনে না গিয়ে
ভুলোমনে বইয়ের দোকানটাতে ঢুকে পড়ি।
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বুধবার, জুলাই ১, ২০১৫
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বুধবার, এপ্রিল ১৭, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯