fbpx

নভেম্বর ২, ২০২৪

দ্বিধা

কালো কুন্তলা মৃদুভাষীনি বেঁধেছে মায়ায়।
ভাবনায় বিভু হাজারো প্রশ্ন উকি দেয় মনে
আর বলে,
একি মায়া? নাকি বিরহের অভিলাষী
ছায়া।
তবুও নৈশব্দে কানকানি
নিষ্ক্রিয় হৃৎপিণ্ডের সক্রিয় ধুকধুকানি।

এটাই প্রিয় সত্য কথন
তার হৃদয়ে আমার অনুমতিহীন অবগাহন
অতলে তলিয়ে পুড়ছে সে,
সয়েছে যেন ভালোবাসায় অযুত দহন।

তারপর কথোপকথন
যা শুনেছে আমার মন
বুঝেছে তার অবুঝ চঞ্চলতায় ভালোবাসার বাঁধন।

সেদিনই সুখে আকড়ে ধরেছি প্রেম
আর ভালোবাসার দ্বিধায় কাটিয়েছি রাত
অথচ আমি ফিরিয়ে দিয়েছি ভোরের স্বপ্ন,
ফিরেয়ে দিয়েছি মায়াবী চোখের মায়াবী চাঁদ।

Research Analyst (Geospatial and Statistics) | University of Michigan