যে ছিল আপন
অমূল্য ধন
অন্তরে ছিল যার বাস
আঁখিপানে চেয়ে
কাল যেত ধেয়ে
পলকে দিবস-মাস।
শরীরে পুলক
ছুঁইয়ে অলক
হাসিলে ঝরিত তারা
চাঁদপানা মুখ
পেত যদি দুখ
নয়নে বইত ধারা।
লজ্জায় শশী
মেঘে মুখ ঢাকি
মুখ পানে তার চেয়ে
চরণের তলে
পায়েলও যে ভোলে
বাজতে যে তার পায়ে।
হারালে কোথায়
এ ব্যথা লুকাই
সেই পীড়া কীসে ভুলি
যে ছিল আপন
অমূল্য ধন
কোথা গেল মোরে ফেলি।
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ১৪, ২০২০