fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

অন্তরবাসী

যে ছিল আপন
অমূল্য ধন
অন্তরে ছিল যার বাস
আঁখিপানে চেয়ে
কাল যেত ধেয়ে
পলকে দিবস-মাস।
শরীরে পুলক
ছুঁইয়ে অলক
হাসিলে ঝরিত তারা
চাঁদপানা মুখ
পেত যদি দুখ
নয়নে বইত ধারা।
লজ্জায় শশী
মেঘে মুখ ঢাকি
মুখ পানে তার চেয়ে
চরণের তলে
পায়েলও যে ভোলে
বাজতে যে তার পায়ে।

হারালে কোথায়
এ ব্যথা লুকাই
সেই পীড়া কীসে ভুলি
যে ছিল আপন
অমূল্য ধন
কোথা গেল মোরে ফেলি।

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭