নিরুত্তরতার প্রতাপে যে প্রান গৃহে বদ্ধ সঞ্চারী
তারেই তুমি বোঝাতে চাও দহন যন্ত্রনা?
যার বাস অগ্নিতে, তোমার ক্রোধের দহন তার কিসের শামিল?
সে নির্লিপ্ততায় অভ্যস্ত, নাবিক এক পাহাড়ঘেরা বিশাল সমুদ্রের
তুমি তারে চাও একাকীত্বের ভয় দেখাবে?
তার প্রাণভরা হাজার মিথ্যার ক্ষত তোমার আঙিনার এক পশলা বৃষ্টি হতেও নারাজ
তারে তুমি আবদ্ধ করতে চাও অর্থহীন স্নেহডোরে?
তোমাদের এই পুরাতন ধাঁধাঁর উত্তর দিতে দিতে দিতে সে বিষম ক্লান্ত প্রিয়,
আর মেঘ হয়ে এসোনা তার নির্জনা কুটিরে আঁধার দিতে।
আবেগ হননের প্রজ্জ্বলিত যে অগ্নিতে তোমরা আপন নৃত্যে মগ্ন হয়ে আছো,
তা তার পরম প্রশান্তির নিদ্রাস্থান।
ঘুম ভেঙে তুলোনা,
অস্থিরতা তোমাদের সয়নি কখনো, সইবেও না।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- This author does not have any more posts.